Home Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী 

125
0

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

রোববার (২৩ জুন) বেলা সারে ১১টার সময় সীমান্তের শূন্যরেখায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পক্ষ থেকে ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক কুমার বৈদ্য চট্টগ্রামের সহকারী ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তীর কাছে আনারসগুলো বুঝিয়ে দেন।

উপহার হিসেবে ১০০টি কার্টনে ৭০০ পিস (৫০০ কেজি) কিউভেইরাটি জাতের ত্রিপুরার বিখ্যাত আনারাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো হয়।

এ সময় ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক দীপক কুমার বৈদ্য বলেন, ‘ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মনিক সাহা শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার বিখ্যাত কিউভেইরাটিস জাতের আনারস পাঠিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা খুব আনন্দিত যে, আমাদের এই বিখ্যাত আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে পেরেছি।’

আনারস হস্তান্তরকালে সীমান্ত শূন্যরেখায় উপস্থিত ছিলেন ৪২ বিএসএফের ইনচার্জ সন্তোষ কুমার, আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল কাইয়ুম তালুকদার, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ খাইরুল আলমসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here