ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি বাসের ধাক্কা লেগেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসটি ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ১১ জন ঘটনাস্থলে এবং বাকিদের হাসপাতালে মৃত্যু হয়েছে। ভারতের কর্নাটকে পুনে ব্যাঙ্গালুরুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৩টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসে ১৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন আহত হয়েছেন।
দুর্ঘটনায় হতাহতরা সকলে কর্নাটকের শিভামোগ্গার বাসিন্দা। তারা তীর্থযাত্রায় বেলগাভি শহরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।
পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।