সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে বিভিন্ন মালবাহী নৌপরিবহনে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ ৫ জনকে আটক করেছে নৌপুলিশ।
শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর সংলগ্ন পাটলাই নদী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ফজলু মিয়া (৪৫)। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি। একই গ্রামের সফর আলীর ছেলে হাবিবুর রহমান (৫০), রজব আলীর ছেলে কামরুল ইসলাম (৪০), ফজুল হকের ছেলে এমরান হোসেন (৩৪), দুলু মিয়ার ছেলে কোহিনুর (৪০)।
সুনামগঞ্জ এলাকার টুকেরবাজার নৌপুলিশের ইনচার্জ আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম তাদের চাঁদা আদায়ের সময়ে আটক করে। এ সময় নগদ ৫হাজার ৫শ টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করে।
এ ব্যাপারে নৌপুলিশের ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চলতি পাটলাই নদী থেকে বিশেষ অভিযানে একাধিক চাঁদাবাজ চক্রের সদস্যদের আটক করা হয়েছে। আটকের সময় তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।