সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সিএমএম কোর্টের সামনে ও তাঁতিবাজার মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে পল্টনে গিয়ে অবস্থান নিয়েছেন জবি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মিছিল বের করেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের গেটের পকেটতালা ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। পরে শাঁখারী বাজার মোড়, সিএমএম কোর্টের সামনে ও তাঁতিবাজার মোড়ে পুলিশ বাঁধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সকাল থেকে তাদের ক্যাম্পাস থেকে বের না হতে অনুরোধ করা হয়।
শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তারা ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’ স্লোগান দিতে থাকেন।