Home Sports অজিদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তৃষ্ণার হ্যাটট্রিক

অজিদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তৃষ্ণার হ্যাটট্রিক

168
0

অজি নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবল ধোলাই ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে বড় ব্যবধানে হারের পরেও সিরিজ বাঁচিয়ে রাখার আশা বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। সে লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ে নামে টাইগ্রেসরা।

মঙ্গলবার (২ এপ্রিল) মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ শক্ত অবস্থানে ছিল সফরকারীরা অজি নারী দল। তবে শেষ দশ ওভারে দারুণভাবে ঘুরে দাড়ায় বাঘিনীরা। আর এর মধ্যে অজি ইনিংসের শেষ ওভারের তিন বলে অজি তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন বাংলাদেশ নারী দলের পেসার ফারিহা তৃষ্ণা। ইনিংসের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনিউ এবং বেথ মুনির উইকেট নিয়ে হ্যাটট্রিকের দেখা পান তৃষ্ণা।

তবে ফারিহার হ্যাটট্রিকের পরেও অজি নারীরা নিজেদের ব্যাটিং শক্তি দেখিয়েছে। ওপেনার গ্রেস হ্যারিস আর জর্জিয়া ওয়্যারহ্যামের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৬১ রানের সংগ্রহ দাঁড় করায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

দেশের এই স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ সংগ্রহ। মিরপুরে অবশ্য দলীয় সর্বোচ্চের রেকর্ডটাও অজি নারীদের। ২০১৪ বিশ্বকাপে ১৪০ রান করেছিল অজি নারীরা। নিজেদের সেই রেকর্ডে নিজেরাই ভাঙলেন।

টস জিতে ব্যাটিং নিলেও ওপেনিংয়ে নামেননি অজি অধিনায়ক অ্যালিসা হিলি। ফিবি লিচফিল্ড ও গ্রেস হ্যারিসের ওপেনিং জুটি ব্যর্থ হলেও হ্যারিস ঠিকই রান পেয়েছেন। ৪৭ রান করে অজি ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ৫৭ রান করা জর্জিয়া ওয়্যারহ্যম। শেষদিকে এলিস পেরি খেলেছেন ২৯ রানের দারুণ এক ইনিংস।

তবে অজি তারকাদের ছাপিয়ে ইনিংসের শেষ তিন বলে তৃষ্ণা তুলে নেন হ্যাটট্রিক। দারুণ এক হ্যাটট্রিকে অজিদের ১৬১ রানেই আটকে রাখেন এই পেসার। পেরি এবং সোফি দুজনেই ক্যাচ আউটের শিকার হন। স্বর্ণা নিয়েছেন পেরির ক্যাচ। আর মুরশিদার হাতে ক্যাচ দেন সোফি মলিনিউ। আর শেষ বলে বেথ মুনিকে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেন তৃষ্ণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here