টানা আন্দোলনের মুখে পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে চলা এ আন্দোলন কঠোরভাবে দমনের চেষ্টা করা হয়েছে। এতে বিভিন্ন জায়গায় সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
সোমবার (০৫ আগস্ট) জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ওপর গভীর নজর রাখছে।
বিবৃতিতে তিনি সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানান। এ ছাড়া তিনি একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দেন।
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। এ ছাড়া তিনি সহিংসতার ঘটনায় একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।