Home Bangladesh অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকছেন যে দুই সমন্বয়ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকছেন যে দুই সমন্বয়ক

64
0

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের উপদেষ্টা হিসেবে ডাক পেয়েছেন দুই শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক। আজ রাত ৯টায় তারা শপথ নিবেন।

শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন তারা। এ দুই শিক্ষার্থী হলেন আসিফ মাহমুদ ভূঁইয়া ও মো. নাহিদ ইসলাম। বাংলাদেশের ইতিহাসে তারা দুজন হবেন সর্বকনিষ্ঠ উপদেষ্টা।

আসিফ মাহমুদ ভূঁইয়া ও মো. নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা।

জানা গেছে, আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার বাবার নাম মো. বিল্লাল হোসেন ও মায়ের নাম রোকসানা বেগম।

২৬ বছর বয়সী এ উপদেষ্টা আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তিনি কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। আদমজি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন। বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী।

এছাড়া আরেক উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম। তার বয়স ২৬। ১৯৯৮ সালে ঢাকায় নাহিদ জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত। তার বাবা এবং মা গৃহিনী। আসিফের ছোট একজন ভাই রয়েছেন। তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে পড়াশুনা করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here