Home Australia অফিসের পর বসের ফোন না ধরার আইন পাস

অফিসের পর বসের ফোন না ধরার আইন পাস

77
0

কাজ শেষে সবাই চায় একটু স্বস্তি। তবুও অফিস থেকে ফেরার পর বসের অপ্রত্যাশিত ফোন কলের কারণে অনেক কর্মীই বিরক্ত হন। এবার আর এ বিড়ম্বনায় পড়তে হবে না কারও।

অফিস শেষ হলে বসের ফোন আসবে না এমনই আইন পাস হলো এবার। জানা যায়, এখন কর্মীদের নির্ধারিত কর্মঘণ্টার বাইরে ফোন ধরতে যেন না হয়, তা নিশ্চিত করতে এ আইনটি পাস করা হয়েছে। সোমবার থেকে সে আইন কার্যকরও করা হয়েছে। নতুন এ আইন পাস করা হয় সুদূর অস্ট্রেলিয়ায়। দেশটির সরকারি ওয়েবসাইট এ তথ্যটি নিশ্চিত করেছে।

নতুন এ আইনে বলা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে কাজের সময়ের বাইরে পাঠানো ই-মেইল না পড়লে বা ফোন না ধরলে সে কর্মীকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এ আইনের পক্ষে যারা আছেন, তাদের মতে, কাজের পরে ফোন বা ই-মেইল যে কারও ব্যক্তিগত সময়ে বা ব্যক্তিগত জীবনে ব্যাঘাত ঘটায়, তার বিরুদ্ধে একটা কড়া বার্তা দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here