Home Sports অবসর নিয়ে নিজের পরিকল্পনা জানালেন রোনালদো

অবসর নিয়ে নিজের পরিকল্পনা জানালেন রোনালদো

66
0

ফুটবল ক্যারিয়ারে কত কিছুই না অর্জন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যেখানে গিয়েছেন স্পটলাইটটা সবসময় নিজের দিকেই কেড়ে নিয়েছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলাতে এসেও সেসব কিছুর ভাটা পড়েনি।

রোনালদো যদি ফুটবলের দক্ষিণ মেরু হন, তাহলে লিওনেল মেসি উত্তরমেরু। পর্তুগালের বরপুত্র সেটাই বা অস্বীকার করবেন কীভাবে।

দেখতে দেখতে বয়সটাও তো কম হলো না! সবদিকেই আলোচনা হচ্ছে কবে অবসরে যাবেন এ মহাতারকা? এবার সেসবের উত্তর নিজেই জানালেন রোনালদো। কবে, কখন, কীভাবে নেবেন অবসর, তার ইঙ্গিতও দিলেন তিনি।

সামনেই উয়েফা নেশন্স লিগ। রোনালদোর পর্তুগাল যেখানে লড়বে শিরোপার জয়ের লক্ষ্যে। আর পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ অপেক্ষায় আছেন নিজেদের দল ঘোষণা করার। এর আগেই নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য দিলেন রোনালদো। জানালেন জাতীয় দল কিংবা ক্লাব থেকে কবে অবসরে যাচ্ছেন তিনি।

সিআরসেভেন বলেছেন জাতীয় দলে আরও কিছুদিন খেলতে চান তিনি। অবসর ঘোষণা দেবেন হুট করেই। আগে থেকে কাউকে জানিয়ে কিংবা ঘোষণা দিয়ে অবসর যাওয়ার ইচ্ছা নেই তার।

তিনি বলেন, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব, কাউকে আগে থেকে কিছু জানাব না। আমার দিক থেকে সিদ্ধান্তটা হবে সাবলীল। তবে খুব ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত হবে সেটি। এ মুহূর্তে আমি জাতীয় দলকে আসন্ন ম্যাচগুলোয় সাহায্য করে যেতে চাই। আমাদের সামনে নেশন্স লিগ আছে এবং সত্যিকার অর্থেই আমি খেলতে চাইব।’

তবে বয়সটা যে আর সায় দিচ্ছে না। চাইলেই আন্তর্জাতিক ক্যারিয়ারটাকে হয়তো দীর্ঘ করতে পারবেন না সিআরসেভেন। তবে তার ফিটনেস বলছে ভিন্ন কথা। চল্লিশের কাছাকাছি এসেও ফিটনেস ধরে রাখার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবল শেষ করে কী করবেন তিনি তাও জানিয়েছেন। কোচিংয়ে আসতে চান কি না এমন প্রশ্নের জবাবও দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা।

রোনালদো আরও বলেন, ‘এই মুহূর্তে আমি মূল দল বা কোনো দলেরই কোচ হওয়ার কথা ভাবছি না। এটা আমার মনেও আসে না। আমি এটা নিয়ে কখনো ভাবিওনি। আমার ভবিষ্যতে আমি কোচ হওয়ার বিষয়টা দেখছি না। ‘আমি নিজেকে ফুটবলের বাইরে অন্য কিছুতেই দেখছি। তবে ভবিষ্যতে কী লেখা আছে, তা একমাত্র ঈশ্বরই জানেন।’

সম্প্রতি ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট খুলেছেন রোনালদো। খুলেই গড়েছেন ইতিহাস। রোনালদোর মতো এত দ্রুত সাবস্ক্রাইবার সংখ্যা এর আগে যুক্ত হয়নি কোনো চ্যানেলেই। ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিজের সামাজিক কর্মকাণ্ডতেই ক্যারিয়ারের শেষ সময়টা ব্যস্ত থাকতে চান পর্তুগিজ সুপার স্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here