Home International ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা, নিহত ১১

ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা, নিহত ১১

65
0

ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

রোববার (২৮ জুলাই) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোলান মালভূমির একটি ফুটবল মাঠে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে অভিযুক্ত করছে ইসরায়েল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

ইসরায়েলের জরুরি পরিষেবা ও সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিহতদের ১১ জনই কিশোর ও তরুণ বয়সের।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে একের পর এক হামলা পাল্টা হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলে হামলা জোরদার করেছে গোষ্ঠীটি। জবাবে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট ছুড়েছে। এটি সাম্প্রতিক সময়ে ইসরায়েলে চালানো সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here