টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদযাপনের জন্য ভিন্ন উপায় খুঁজে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাতে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হাারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জেতে ভারত।
এর আগে ২০০৭ সালের মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা জিতেছিল তারা। আর ২০১১ সালের পর প্রথম আইসিসির বৈশ্বিক আসরের শিরোপা উৎসব করল রোহিত শর্মার দল।
গত বছর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা বঞ্চিত হয় ভারত। দীর্ঘ সময় পর ট্রফি জয়ের উৎসব বেশ ভালোভাবে পালন করে ভারতীয়রা। আনন্দ অশ্রু প্রবাহিত হতে দেখা যায় ভারতীয় শিবির জুড়ে।
ফাইনাল জিতে অবসরের ঘোষণা দেন দলের দুই সিনিয়র ক্রিকেট বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে এই মুহূর্তেটিকে চিরস্মরণীয় ভিন্ন এক পন্থা বেছে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
অধিনায়ক হিসেবে যে উইকেট শেষবারের মতো শিরোপা জিতলেন, চিরকালের জন্য তাকে জীবনের অংশ করে নিতে কিছু মাটি খেয়ে ফেলেন।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) রোহিতের ভিডিওটি নিজেদের সামাজিক যোগাযোগ মাধমের পেজে পোস্ট করে। যা দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।