খাবারের পর সড়কে নিজ উদ্যোগে ট্রাফিকে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের বিশ্রামের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া রাস্তায় দীর্ঘ সময় দায়িত্ব পালনের সময় শৌচাগারের সমস্যারও সমাধান করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশজুড়ে শুরু হয় হামলা-ভাঙচুর। জ্বালিয়ে দেওয়া হয় দেশের অনেক থানা। নিহত হয় অনেক পুলিশ সদস্য। ফলে কর্মবিরতিতে যায় পুলিশ। সড়কে দেখা যায় বিশৃঙ্খলা।
রাস্তায় বাড়ি চলাচলে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে এমন দায়িত্ব পালন করা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের খাবারের ব্যবস্থা করে বিসিবি।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে ২৫০ জনের খাবারের প্যাকেট নিয়ে বিসিবির গেইট থেকে বের হতে দেওয়া যায় গণমাধ্যম বিভাগের কর্মচারীদের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিসিবির পক্ষ থেকে জানানো হয় মানবিক দৃষ্টিকোন থেকে নিজ থেকে দেশের জন্য কাজ করা এ সব স্বেচ্ছাসেবকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া জানানো হয়েছে যতদিন শিক্ষার্থীরা এ দায়িত্ব পালন করবেন, ততদিন তাদের খাবারের ব্যবস্থা করবে বিসিবি।
এ ছাড়া কখনো বৃষ্টি আবার কখনো রোদ… এমন খারাপ আবহাওয়ায় দায়িত্ব পালন করতে গিয়ে স্বাভাবিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। এ ছাড়া বিশ্রাম, খাবারের জন্য জায়গা ও শৌচাগারের ব্যবহারে বিপাকে পড়তে হচ্ছে তাদের।
সেই ভাবনা থেকেই মিরপুরে দুই নম্বরের মোড়ে দায়িত্ব পালন করা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের জন্য শেরে বাংলা স্টেডিয়ামের কিছু জায়গা ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছে বিসিবি।
মাঠে খেলা বা অনুশীলন না থাকলে বিসিবির মিডিয়া সেন্টারের ডাইনিংটি নির্জন অবস্থায় পড়ে থাকে। তবে বর্তমানে ব্যতিক্রম চিত্র। সড়কে স্বেচ্ছায় শৃঙ্খলার কাজ করতে থাকা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের বিশ্রামের জন্য সুযোগ করে দেয় বিসিবি।