Home International ‘কমলা হ্যারিস জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত’

‘কমলা হ্যারিস জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত’

40
0

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের অভিবাসন ও সীমান্ত নীতির সমালোচনা করেছেন। ট্রাম্পের দাবি, কমলা বিজয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত।

বুধবার (২২ আগস্ট) উত্তর ক্যারোলিনার অ্যাশেবোরোতে এক নির্বাচনী সমাবেশে এ সমালোচনা করেন।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়ায় খোলা জায়গায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে গুলি করা হয়। গুলি ট্রাম্পের কানে লাগে। এরপর খোলা জায়গায় এটিই তার প্রথম সমাবেশ।

তবে এ সমাবেশে তিনি জনসাধারণের কাছাকাছি আসেননি। ট্রাম্প বুলেটপ্রুফ কাচের পেছনে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, কমলা হ্যারিস আমাদের দেশকে ধ্বংস করবেন। যেভাবে তিনি সানফ্রান্সিসকোকে ধ্বংস করেছিলেন। ঠিক তেমনি তিনি ক্যালিফোর্নিয়াকে ধ্বংস করেছেন।

তিনি বলেন, যদি কমরেড কমলা ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কার্যত নিশ্চিত। তিনি যা কিছু স্পর্শ করেন, সে সবকিছু ধ্বংস করে দেন। তিনি সানফ্রান্সিসকোতে জেলা অ্যাটর্নি ছিলেন। জায়গাটা নরকে গিয়েছিল। তারপর তিনি ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল হলেন। সেই জায়গাটাও পরিণত হলো। এবার তিনি গোটা যুক্তরাষ্ট্রকেই এমন অবস্থায় ফেলতে যাচ্ছেন।

প্রসঙ্গত, রিপাবলিকান-ডেমোক্র্যাট প্রার্থীদের বাগযুদ্ধে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার। নির্বাচনী সমাবেশে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে প্রতিনিয়ত কটাক্ষ করে আসছেন ট্রাম্প। এমনকি কমলাকে ‘সমাজতান্ত্রিক পাগল’ বলেও কটাক্ষ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া তিনি মনে করেন, বাইডেনের চেয়ে কমলাকে হারানো সহজ হবে।

পেনসিলভানিয়ার উইলকস বেরিতে নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছিলেন, বাইডেনের চেয়ে কমলাকে নির্বাচনে হারানো সহজ হবে। কারণ, তিনি একজন সমাজতান্ত্রিক পাগল। তার হাসিও পাগলের মতো। ট্রাম্প আরও বলেন, কমলা আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। অর্থনীতিকে ভেঙে ফেলবেন, যতটা না এখন রয়েছে। এ ছাড়া কমলাকে কটাক্ষ করতে নিজেকে বেশি সুন্দর বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here