Home Bangladesh কোটা আন্দোলন : জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা 

কোটা আন্দোলন : জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা 

130
0

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিশুসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বুকস অব বেঙ্গল।

মঙ্গলবার (১৬ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় বুকস অব বেঙ্গল।

বুকস অব বেঙ্গল জানায়, ‘অনেকের মতো আমরাও একটা সময় মুহম্মদ জাফর ইকবালের লেখা পড়ে বড় হয়েছি। অনেকের মতো আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ তৈরি করেছিলেন তিনি। কিন্তু আজ কোটা আন্দোলন নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি যে ধরনের বক্তব্য প্রদান করেছেন সেটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

তারা পোস্টে আরও লিখেছে, ‘আমরা এই বক্তব্যের ধিক্কার জানাই। আমাদের প্রতিবাদ হিসেবে আজকের পর থেকে মুহম্মদ জাফর ইকবালের কোনো বই বুকস অফ বেঙ্গল বাংলাদেশ বিক্রি করবে না।’

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রায় ৭৭ হাজার অনুসারী রয়েছে।

এর আগে, মুহম্মদ জাফর ইকবালের লেখা দুই পাতার একটি চিঠির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমার মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’

জাফর ইকবাল গণমাধ্যমকে জানান, ‘কোটা সংস্কার করতে হবে, এই বিষয়টাকে আমি সমর্থন করি। তবে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here