Home Sports কোপায় চতুর্থ আর্জেন্টাইন কোচ নিষিদ্ধ

কোপায় চতুর্থ আর্জেন্টাইন কোচ নিষিদ্ধ

86
0

কোপা আমেরিকায় দুর্দান্ত শুরু করে উরুগুয়ে। বলিভিয়া ও পানামকে হারিয়ে এরই মধ্যে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।

মঙ্গলবার (২ জুলাই) গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কানসাস সিটিতে হওয়া সে ম্যাচের ডাগআউটে দাঁড়াতে পারবেন না উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা।

এবারের কোপায় এ নিয়ে চতুর্থ আর্জেন্টাইন কোচ নিষিদ্ধ হলো। তার বিরুদ্ধেও একই অভিযোগ। গ্রুপ পর্বের ম্যাচে পানামা ও বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলতে নামতে দেরি করেন উরুগুয়ের ফুটবলাররা।

এ কারণে বিয়েলসাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

একই অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার ডাগ আউটে দাঁড়িয়ে ছিলেন সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল।

সি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে উরুগুয়ের ডাগ আউটে থাকছেন না মার্সেলো বিয়েলসা।

প্রথমার তো শেষে মূলত ১৫ মিনিটের বিরতি থাকে। নির্ধারিত সময়ের মধ্যেই মাঠে ফিরতে হয়। তবে গ্রুপ পর্বের দুই ম্যাচেই দেড় মিনিট করে দেরি করেছিলেন উরুগুয়ের ফুটবলাররা। যার শাস্তি পাচ্ছেন তাদের আর্জেন্টাইন কোচ।

এ ম্যাচের জন্য দলের কোন কার্যক্রমে অংশ নিতে পারবেন না বিয়েসলা। তার পরিবর্তে দলের অনুশীলন, সংবাদ সম্মেলনে করেন সহকারী পাবলো কুইরোগা।

বিয়েলসার মতো এই তালিকায় আরও আছেন লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), রিকার্ডো গারেকা (চিলি) এবং ফার্নান্দো বাতিস্তা (ভেনিজুয়েলা)। সবাই একই কারণে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here