Home International গাজায় স্কুলে হামলার বিরুদ্ধে অবস্থান নিল বেলজিয়াম

গাজায় স্কুলে হামলার বিরুদ্ধে অবস্থান নিল বেলজিয়াম

77
0

গাজায় স্কুলে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বেলজিয়াম। দেশটি এ ধরনের হামলা সমর্থন করে না এবং তা বন্ধ চায় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ আগস্ট) বিকেলে এক এক্স-বার্তায় এমনটিই বলেছে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আলজাজিরার বৃহস্পতিবারের (২২ আগস্ট) এক প্রতিবেদনে বলা হয়, বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ একটি বার্তা পোস্ট করেছে। তাতে বলেছে, গাজায় স্কুলে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানায় তারা।

জাতিসংঘের তথ্য উল্লেখ করে বলা হয়, বাস্তুচ্যুত গাজাবাসীর আশ্রয় নেওয়া স্কুলগুলোতে ৪ জুলাই থেকে এ পর্যন্ত ২০টিরও বেশি হামলা হয়েছে। এতে প্রায় ৩০০ জন নিহত হয়েছে।

বেলজিয়াম বলছে, বেসামরিকদের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অবশ্যই পালন করতে হবে। যুদ্ধবিরতির জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।

প্রসঙ্গত, জুলাই মাস থেকে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। তারা এবার অনবরত স্কুলগুলোতে হামলা চালাচ্ছে। এসব স্কুলে শরণার্থীরা আশ্রয় নিয়েছেন।

সম্প্রতি বড় হামলার একটি হলো মধ্য গাজা শহরের আল-দারাজ জেলায় অবস্থিত আল-তাবিন স্কুলে ইসরায়েলি হামলা। এ স্কুলে শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন। সেখানে ফজর নামাজ আদায়কালে ইসরায়েল রকেট হামলা চালায়। এতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। ১০ আগস্ট সকালে গাজার মিডিয়া অফিস জানায়, বাস্তুচ্যুত মানুষকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। আহতদের অবস্থা সংকটাপন্ন। প্রতি মুহূর্তে নতুন মৃত্যুর খবর আসছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, তিনটি ইসরায়েলি রকেট স্কুলে আঘাত করেছে। ঘটনাটিকে একটি ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছে তারা। হামলায় নিহত অনেকের দেহে আগুন লেগে ছাই হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here