Home Bangladesh ছাত্রদল নেতা আমানতের জানাজায় আসিফ-সারজিস

ছাত্রদল নেতা আমানতের জানাজায় আসিফ-সারজিস

81
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লংমার্চে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত নয়টায় শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদে এশার নামাজের পর সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজা অনুষ্ঠিত হয়।

আমানত গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন। নয়দিন নিখোঁজ থাকার পর ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার মরদেহ শনাক্ত করে তার পরিবার।

জানাজায় অংশগ্রহণ শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউসে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহামুদ সজীব ভূইয়া বলেন, বাংলাদেশে অস্থিতিশীল একটি পরিবেশের সৃষ্টি করা হয়েছিল, জনগণ তা রুখে দিয়েছে। পরাজিত শক্তি দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এ দেশের জনগণই রুখে দেবে। বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে তা তারাই রক্ষা করবে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, আমেরিকায় বসে সজীব ওয়াজেদ জয় ভারতকে সময় দিচ্ছেন তিন মাসের মধ্যে দেশে নির্বাচন নিশ্চিত করতে। সজীব ওয়াজেদ জয় মনে হয় ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। দেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবেন এ দেশের জনগণ। তাদের সরকার গত ১৬ বছরে গণতন্ত্র চর্চা করেনি বলে এখনো তারা মনে করছেন এমনই রয়ে গেছে। সেই যুগ এ দেশের ছাত্র সমাজ পরিবর্তন করে ফেলেছে। এ দেশের জনগণই তাদের স্বাধীনতা রক্ষা করতে সব কিছু ঠিক করবে।

এ সময় ছাত্রদল নেতা আমানতের জানাজায় নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here