ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভিক্টোরিয়ার রাজ্যের মেলবোর্নে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি বলেন, ছাত্রজনতার আন্দোলনে ছাত্রদের পাশাপাশি আমাদের দলীয় অনেক ভাই শহীদ হয়েছেন। ছাত্রজনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় আল্লাহ্র কাছে হাত তুলে দোয়া করছি।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় আমরা আল্লাহ্র কাছে দোয়া করছি। ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন। আমরা আশাবাদী অতিশীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং তার বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব প্রদানের মাধ্যমে তরুণ সমাজকে নিয়ে একটি বৈষম্যহীন আদর্শ বাংলাদেশ গড়ার রূপকার হবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জালাল আহমেদ কুমু ও তৌহিদ পাটোয়ারী। সভাটি পরিচালনা করেন সাবেক অস্ট্রেলিয়া ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মদ।
জালাল আহমেদ কুমু তার বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে অতিদ্রুত একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
মাহফিলের সভাপতিত্বে ছিলেন সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি কায়াস মাহমুদ। তিনি বলেন, মহান আল্লাহ্ তাআলার অশেষ রহমতে ছাত্রজনতার গণঅভ্যুত্থান সফল হয়েছে। আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় আমরা সকলে দোয়া করি।
‘যারা আন্দোলনে নিহত হয়েছেন তাদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই সাথে নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যাবস্থা করতে হবে। তাদের এই আত্মত্যাগ আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না,’ বলেন তিনি।
কায়াস মাহমুদ বলেন, বৈষম্যহীন যে রাষ্ট্রের স্বপ্নে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গীকারবদ্ধ। বর্তমানে আওয়ামী লীগের দোসররা সারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করার জন্য সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বিভ্রান্তিমূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে যা আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে হুমকিস্বরূপ। এইসব বিভ্রান্তিমূলক প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সার্বিক জনসাধারণকে এই বিষয়ে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।