Home International জুমার খুতবা নিয়ে আরব আমিরাতের নতুন নির্দেশনা

জুমার খুতবা নিয়ে আরব আমিরাতের নতুন নির্দেশনা

124
0

তীব্র গরমে নাকাল সারা বিশ্ব। ভয়াবহ তাপদাহে সম্প্রতি পাকিস্তানে পাঁচ শতাধিক মানুষের মুত্যু হয়েছে। এ ছাড়া এবার হজের মৌসুমে রেকর্ডসংখ্যক হাজির মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে জুমার খুতবা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার (২৭ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে গত কয়েকদিনে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোর ফলে জুমার খুতবা ও নামাজ ১০ মিনিটে শেষ করার নির্দেশনা দিয়েছে দেশটি।

খালিজ টাইমস জানিয়েছে, দেশটিতে জারি করা এ নির্দেশনা শুক্রবার (২৮ জুন) থেকে কার্যকর হবে। এটি আগামী অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

সংযুক্ত আরব আমিরাতের সিরিয়ান প্রবাসী মোহাম্মদ ইয়াসিন বলেন, আমি কয়েকদিন ধরে মসজিদে দেরি করে আসি। ফলে বাইরে উত্তপ্ত জায়গায় অমাাকে নামাজ পড়তে হয়। গরমের তীব্রতা এত বেশি থাকে যে মনে হয় আমার মাথার চুলগুলো পুড়ে যাবে।

জুমার নামাজের খুতবা ইমামের ওপর ভিত্তি করে সময়ের তারতম্য হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এ খুতবা ১০ থেকে ২০ মিনিটের মধ্যে সমাপ্ত হয়ে যায়।

মুসলমানেরা জুমার দিনকে বড় উৎসব হিসেবে পালন করেন। ফলে নামাজের সময় সারাবিশ্বে মসজিদগুলোতে লোকারণ্য পরিবেশের তৈরি হয়। এমনকি বিভিন্ন জায়গায় লোকজনের ভিড় এতটাই বেশি হয় যে তা মসজিদের বাইরে পর্যন্ত ছাড়িয়ে যায়। এ ছাড়া দিনটির ইসলামে বিশেষ মর্যাদাও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here