অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের টাউনসভিলে বসবাসকারী বাংলাদেশী সম্প্রদায় আজ ২৬ মে (রবিবার) তাদের বার্ষিক পিঠা উৎসব এবং বারবিকিউ অনুষ্ঠান উদযাপন করে। উৎসবটি সাউথ টাউনসভিলে বোটিং রিক্রিয়েশনাল পার্কে অনুষ্ঠিত হয়।
প্রাকৃতিক সুন্দর পরিবেশে ঘেরা টাউনসভিল হল কুইন্সল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর যেখানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী এবং স্নাতকোত্তর ছাত্রদের সমন্বয়ে প্রায় ৪০টি প্রবাসী পরিবার বসবাস করে।
পরিবারের পক্ষ থেকে আনা বিভিন্ন সুস্বাদু পিঠা, মিষ্টি এবং খাবার সবাই খুব মজা করে উপভোগ করে। অনুষ্ঠান সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে। সকালে বিভিন্ন রকম সুস্বাদু পিঠা দিয়ে নাস্তা করা হয় এবং দুপুরে বারবিকিউ দিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়।
খাবারের পাশাপাশি অনেক পরিবার মাছ ধরার আনন্দ উপভোগের পাশাপাশি বাচ্চারা পার্কে ক্রিকেট এবং ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলায় অংশ নেয়। সবশেষে ঝালমুড়ি আর চা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।