Home Sports টেস্টে ফিরে রোমাঞ্চিত তাসকিন

টেস্টে ফিরে রোমাঞ্চিত তাসকিন

63
0

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালে টেস্ট ক্যাপ মাথায় উঠে তাসকিন আহমেদের। এরপর গত ৭ বছরে মাত্র ১৩ ম্যাচ খেলেছেন তিনি। ৬ মাস বিরতির পর আবারও ফিরেছেন টেস্ট স্কোয়াডে। ধারণা করা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেন দ্বিতীয় টেস্ট।

ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাটে ফিরে নিজের অনুভূতি জানান ডানহাতি এই ফাস্ট বোলার। গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘অবশ্যই, আমি রোমাঞ্চিত অনেক দিন পরে আল্লাহর রহমতে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে।’

এ সময় দেশবাসীর কাছে দোয়া চেয়ে ২৯ বছর বয়সী এই স্পিডস্টার বলেন, ‘সবাই দোয়া কইরেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে। কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম-বেশি জানেন আমার কাঁধের সমস্যার জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম যাতে আমার কাঁধ, শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্গার ভার্সনে জেতাতে পারি।’

তাসকিন আরও বলেন, ‘অবশ্যই আমরা চাই, আপনারাও দোয়া কইরেন। দেশের এই মুহূর্তে দেশের সবকিছু পরিবর্তন হয়েছে, আমাদের পারফরম্যান্সটাও যেন ভালো হয় এবং দেশকে খুশি করতে পারি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here