Home Bangladesh ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি

69
0

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট বাংলাদেশের সরকার পতন হয়। ওই দিনই বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। সরকার পতনের চতুর্থ দিনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

শুক্রবার (১৬ আগস্ট) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন আচিম স্টেইনার। তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক।

চিঠিতে আচিম স্টেইনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সব ধরনের কাজ বাস্তবায়ন করার লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সব ধরনের সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে প্রশাসনের সব পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বৈশ্বিক নেটওয়ার্ক এবং দক্ষতাকে কাজে লাগানোর পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here