প্রায় এক যুগের পাপন রাজত্বের পর অবশেষে পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটে। ২০১২-২০২৪ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের কর্তা ছিলেন নাজমুল হাসান পাপন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে দেশের সরকার পরিবর্তন হওয়ায় একসময়ের প্রভাবশালী নাজমুল হাসান পাপনকেও সরে যেতে হয়। বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সভায় নিজের পদত্যাগের কথা বলেন তিনি।
পাপনের পদত্যাগের পরেই বিসিবির নতুন সভাপতি হিসেবে উঠে আসে সাবেক অধিনায়ক ফারুক আহমেদের নাম। সচিবলায়ে আজকের বৈঠকের মধ্যে দিয়ে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয় ফারুক আহমেদের নাম।
তবে সচিবলায়ে বিসিবি সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হলেও আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি তিনি। দুপুর তিনটায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে কথা বলবেন তিনি বলে নিজেই জানান।
বিসিবির নবনির্বাচিত নতুন এই সভাপতি বলেন, ‘এখানে অনেক সাংবাদিক আসতে পেরেছেন। অনেকেই আসতে পারেননি। তাই আমার মনে হয় এটা সবার জন্য ফেয়ার গেম হবে যদি আমরা সবাই স্টেডিয়ামে আসি।’ ফারুক আহমেদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরও সেখানেই দিবেন বলে জানান।
এর আগে বুধবার (২১ আগস্ট) সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে বোর্ড পরিচালকদের জরুরি সভায় পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। তিনি ক্রিকেট বোর্ডের ১৫তম সভাপতি এবং মেয়াদের বিচারে ১৭তম সভাপতি হচ্ছেন। এর আগে ১৯৯৩-৯৪ মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন তিনি।