Home Bangladesh দেড় শতাধিক জাল সার্টিফিকেটসহ গ্রাম্য চিকিৎসক আটক

দেড় শতাধিক জাল সার্টিফিকেটসহ গ্রাম্য চিকিৎসক আটক

63
0

সাতক্ষীরায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির মেম্বারশিপ ও ট্রেনিং সার্টিফিকেট জাল তৈরি করার অভিযোগে এস এম কবির নামে এক গ্রাম্য চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেড় শতাধিক জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সদরের মিনি মার্কেটের হাসান প্রিন্টিং প্রেস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গ্রাম্য চিকিৎসক এস এম কবির সদর উপজেলার দক্ষিণ ফিংড়ী এলাকার মৃত সলেমানের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গাজীপুরে সরকারের অনুমোদিত এবং কপিরাইটকৃত প্রতিষ্ঠান আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সেন্টার। প্রতিষ্ঠানটি দেশের সব গ্রাম্য চিকিৎসককে প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে থাকে। গ্রাম ডাক্তার এস এম কবিরও সেখান থেকে তিন বছর আগে প্রশিক্ষণ নিয়ে একটি সার্টিফিকেট পান।

সদরের সুলতানপুর বড়বাজারের খাদ্য গুদামের পাশে ‘সেবা মেডিকেল ট্রেনিং সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে কবিরের। প্রশিক্ষণের নামে কয়েক বছর ধরে মোটা অঙ্কের বিনিময়ে গ্রাম্য চিৎিসকদের সার্টিফিকেট দেন তিনি। আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব মো.আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে আজকে সাতক্ষীরায় এসে দেখি হুমায়ুন কবির নামে একজন আমাদের মেম্বারশিপ ও ট্রেনিং সার্টিফিকেট অনুমোদন না নিয়ে সাতক্ষীরা প্রেসে ছাপায়। আমরা এসে থানায় এজহার দায়ের করে পুলিশের সহযোগিতায় সার্টিফিকেটসহ আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি এম গফুর বলেন, পুলিশ এবং সাংবাদিকদের সহযোগিতায় আমরা সেই ভুয়া ব্যক্তিকে ধরতে পেরেছি। তার বিরুদ্ধে মামলা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here