Home Bangladesh নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া অস্ত্র উদ্ধার 

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া অস্ত্র উদ্ধার 

92
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে দুর্বৃত্তদের লুটকৃত ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে সদর থানা এলাকার হাজিগঞ্জ খেয়াঘাট সংলগ্ন গণশৌচাগারের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা দেখতে পান স্থানীয়রা। পরে তারা বস্তার ভেতরে তিনটি বক্সের মধ্যে এ আগ্নেয়াস্ত্রগুলো দেখতে পেয়ে র‌্যাবকে জানান। খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি টিম গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

এদিকে অস্ত্র উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস। পরে তিনি শনাক্ত করেন এ অস্ত্রগুলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের অস্ত্র। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা রাইফেল ক্লাব থেকে এই অস্ত্র লুট করেছিল। উদ্ধার হওয়া এ আগ্নেয়াস্ত্রগুলো রাইফেল ক্লাবের অস্ত্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন হাজীগঞ্জ গোদারাঘাট ফেরিঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চটের ব্যাগ থেকে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে লুটকৃত ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here