Home Sports নাস্তা করতে গিয়ে বিপাকে কোহলি!

নাস্তা করতে গিয়ে বিপাকে কোহলি!

113
0

১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ১৩ বছর পর বিশ্বকাপের শিরোপা জয়। বিশ্বজয়ী ক্রিকেটারদের বরণ করে নিতে প্রস্তুত ভারতীয়রা। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে দল আটকে আছে বাবার্ডোজে।

একে তো দেশে ফেরা যাচ্ছে না, তার উপর বিশ্বকাপ জয়ের পরও দিন দুয়েক পছন্দ মতো খাবার পাচ্ছিলেন না বিরাট কোহলি। হ্যারিকেনে কারণে চাহিদা মতো ব্যবস্থা করতে পারেনি বার্বাডোজের হোটেল কর্তৃপক্ষ।

বন্দিজীবনের এক সকালে নাস্তায় পাউরুটি খেতে দেওয়া হয় ভারতীয় দলকে। সেই পাউরুটি গরম সেঁকতে) গিয়ে বিপাকে পড়েন বিরাট কোহলি। পরিস্থিত বিবেচনায় হোটেলে অবস্থান করার সকল অতিথিদের জন্য একই সঙ্গে নাস্তার ব্যবস্থা করে হোটেল কর্তৃপক্ষ।

ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ছিলেন নাস্তা সারেন হোটেলে অবস্থান করা অন্য অতিথিরাও। স্বাভাবিকভাবে নিজের খাবার প্রস্তুত করে নিতে হয় কোহলিকেও। হোটেলের টোস্টারে পাউরুটি (গরম) সেঁকতে গিয়ে ঝামেলায় পড়েন তিনি।

টোস্টারে পাউরুটি দেওয়ার পর কী করতে হয় তা জানা ছিল না তার। কী করতে হবে তাও বুঝতে পারছিলেন না তিনি। টোস্টারের চার পাশ দেখে বোঝার চেষ্টা করছিলেন তার কী করা উচিত।

কিছুটা হতভম্ব দেখা যায় তাকে। পরে অন্য এক অতিথি কোহলিকে দেখিয়ে দেন কী করে টোস্টার ব্যবহার করতে হয়। তার পরামর্শে নিজেই পাউরুটি সেঁকে নেন তিনি।

গত ১ জুলাই সকালে নাস্তা সারতে গিয়ে বিপাকে পড়া কোহলির ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে মজার মজার কমেন্টস করছেন কোহলির ভক্তরা।

ভারতের এক মাত্র ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তিনটি ট্রফি জেতার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। ২০১১ সালে ওয়ানডে, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার জিতলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির তিন বৈশ্বিক আসরের ট্রফির সঙ্গে রয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের রেকর্ড। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব ও সুপার এইটের ৭ ম্যাচে ৭৫ বলে করেছিলেন ৭৫ রান।

তবে ফাইনালে খেলেন ম্যাচজয়ী ইনিংস। এতে ফাইনালে জেতে ম্যাচসেরার পুরস্কার। গত শনিবার (২৯ জুন) দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জেতে ভারত।

প্রাকৃতিক দূর্যোগে আটকে থাকার পর আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ট্রফি নিয়ে দেশে ফিরেছে ভারতীয় বিশ্বকাপজয়ী দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here