প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে চীন ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এসব জাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক গোলা। রোববার (১৪ জুলাই) থেকে সেখানে এ পরিস্থিতি বিরাজ করছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ার অংশ হিসেবে এসব যুদ্ধজাহাজ সেখানে মোতায়েন রাখা হয়েছে। সফলভাবে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশান্ত মহাসাগরে দুই দেশের যৌথ বাহিনী পেট্রল দিচ্ছে।
জানা গেছে, দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে ‘যৌথ সমুদ্র ২০২৪’ নামের এই মহড়া গোয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে। এ মহড়ার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।
চীনের কর্মকর্তারা জানান, এ মহড়ার মাধ্যমে দুই দেশের সামরিক সক্ষমতা ঝালিয়ে নেওয়া যাবে। লজিস্টিক সাপোর্ট আদান-প্রদানের মাধ্যমে দৃঢ় হবে সম্পর্ক। এর সঙ্গে আন্তর্জাতিক বা আঞ্চলিক কোনো সম্পর্ক নেই। স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দুই দেশের নৌবাহিনী একত্র হয়েছে।