Home Bangladesh প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়াই রাবিতে ক্লাস শুরু

প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়াই রাবিতে ক্লাস শুরু

64
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়াই ব্যক্তি উদ্যোগে তিনটি বিভাগের ক্লাস শুরু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টায় প্রথমে সমাজকর্ম বিভাগের ক্লাস শুরু হয়। এ ছাড়া ইসলামিক স্টাডিজ ও ফোকলোর বিভাগের শিক্ষকরা ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

শিক্ষকরা বলছেন, প্রশাসনিক বডি না থাকায় ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত নিতে পারছে না বিভাগগুলো। যেহেতু ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। তাই বিভাগ চাইলে ক্লাস নিতে পারে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তর চালু হয়েছে। তবে মাত্র তিনটি বিভাগ ছাড়া কোনো বিভাগে ক্লাস শুরু হয়নি। অন্যদিকে ক্যাম্পাসেও সেভাবে শিক্ষার্থীদের আনাগোনা দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী জানান, আমরা অনেকেই ক্যাম্পাসে এসেছি। আমরা দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরতে চাই।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সেলিম হোসেন বলেন, দেশব্যাপী আন্দোলনের ফলে বেশ কিছুদিন আমাদের ক্লাস-পরীক্ষা হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনেক প্রশাসনিক কর্মকর্তা নেই। তাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে। অতি দ্রুত এসব সংকট নিরসন করে আমাদের ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানাচ্ছি।

এদিকে গত তিন দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ৭৫ কর্মকর্তা পদত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here