যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ তাদের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় সম্প্রতি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা জনাবা ফরিদা ইয়াসমিন জেসি’র নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা দেশের বন্যাকবলিত এলাকায় ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিল খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় জল এবং প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি, স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের উদ্ধারে অন্যান্য সংগঠনের সাথে সহযোগীতা করেছে।
আর্ন এন্ড লিভ-এর প্রতিষ্ঠাতা জনাবা ফরিদা ইয়াসমিন জেসি বলেন, “আমাদের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, বরং বন্যার্তদের দুর্যোগ কাটিয়ে উঠতে সহায়তা করা। আমরা বিশ্বাস করি, সবাই মিলে একসঙ্গে কাজ করলে এই দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব।”
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা বলেন, “মানুষের দুঃখ-কষ্টের সময় পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। এই ধরনের কাজে অংশ নিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করি।”
এ ধরণের উদ্যোগের মাধ্যমে আর্ন এন্ড লিভ সবার জন্য একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।