কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দুই মার্কিন সিনেটর। এসব ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের আহ্বানও জানিয়েছেন তারা।
মঙ্গলবার সিনেট ফরেন রিলেশনস কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এমন দাবি করেন তারা। এ দুই মার্কিন সিনেটর হলেন- বেন কার্ডিন ও কোরি বুকার। এদের মধ্যে বেন কার্ডিন সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ার হিসেবে নিযুক্ত আছেন।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক সুযোগ-সুবিধার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ এবং সরকারি চাকরিতে বৈষম্যপূর্ণ কোটাব্যবস্থার অবসানের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। ওই ব্যবস্থার আওতায় বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের স্বজনের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হয়েছে। বিক্ষোভকারীদের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত না থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করেছে।
এ সময় ওই দুই সিনেটর, নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জরুরি ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য আহ্বান জানান।