রবিবার (১৯ মার্চ) বিকাল ৪.৩০ ঘটিকায় অকল্যান্ড কনস্যুলেট ভবনে বাংলাদেশ কনস্যুলেট অকল্যান্ড এবং নিউ জিল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের উদ্যেগে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ,কলাম লেখক ও সাংবাদিক, এবি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও সাপ্তাহিক বাংলাবিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং সাবেক সাংসদ খন্দকার মমতা হেনা লাভলী (একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য) এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং তাঁদেরকে সম্বর্ধনা দেয়া হয়।নিউজিল্যান্ডের অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল প্রকৌশলী সফিকুর রহমান ভূঁইয়া (অনু) সভাটি পরিচালনা করেন।
জনাব সুভাষ সিংহ রায় বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ নিউজিল্যান্ডের সদস্য সদস্যাবৃন্দ এবং অকল্যান্ডে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশী প্রবাসীগণ অংশ গ্রহন করেন। মত বিনিময় সভায় স্মৃতিচারণ এবং প্রবাসে বাংলদেশকে ধারন করে দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতার আলোকে প্রবাসী বাংলাদেশীদের জীবনযাপন , স্বদেশ প্রেম, দ্বায়িত্ব ও নাগরিক সচেতনতা নিয়ে সংক্ষিপ্ত মতামত প্রকাশ করেন বঙ্গবন্ধু পরিষদ নিউজিল্যান্ডের সভাপতি ডঃ মোঃ আব্দুর রশিদ।
অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে বক্তব্য রাখেন শাহিনা মান্নান, সাইফুল ইসলাম খান, ইকবাল ভুঁইয়া, আরিফ সিরাজ, মোহাম্মাদ রাজিব হাসান, সৈয়দ জি এম জুলফিকার হায়দার, মির্জা রাকিব এবং মাহবুবা আজিজ খান।
অনুষ্ঠানের সমাপনি বক্তব্বে সারমেন সেরেন রদ্রিক্স সুভাষ সিংহ রায় এবং খন্দকার মমতা হেনা লাভলীকে ধন্যবাদ প্রদান করেন তাদের মূল্যবান স্মৃতিচারণ ও বাংলাদেশের অগ্রজাত্রায় বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু তনয়ার নিরলস সংগ্রামের ইতিহাসের সমৃদ্ধ তথ্য সহকারে আলোচনা করার জন্য।
অনুষ্ঠান আয়োজনে সহায়তা এবং নৈশ ভোজের সার্বিক আয়োজন করেন, মাহবুবা আজিজ খান।