Home Bangladesh ভাষার বার্তা

ভাষার বার্তা

237
0

ভেবে দেখেছো কি? এই অদম্য ভাষার বাহক কে? কি বার্তা পৌঁছে দেয়? ইথারে!

বাচিক ভাব প্রকাশই হচ্ছে ভাষার অন্যতম মাধ্যম—অর্থবহ আবেগের প্রকাশ ও বিনিময়ের মাধ্যমেই যার শেষ গন্তব্য শেষ হয় নিঃশব্দে।

কাল থেকে কালান্তরের ধর্ম, শিক্ষা, বাণিজ্যের প্রসার-প্রচারে, ভাষার প্রায়োগিক প্রচলনে প্রস্ফুটিত হয়ে থাকে সমাজের কৃষ্টি-সংস্কৃতি সগৌরবে।

সম্পর্কের এই বন্ধনে ভাষা ক্রমশ: নিজস্ব পথ খুঁজে পায় মেঠোপথ থেকে মহাসড়কে, আন্তর্জাতিক পরিমন্ডলের নিগূঢ় বুনটে কিংবা অধুনা আন্তর্জালে-তথ্য বাতায়নে।

বিপ্লবী ভাষার উদ্দীপনায়, যুবারা সর্বাগ্রে প্রস্তুত উমত্ত আবেগে, প্রয়োজনে ঝাঁপিয়ে পরে বহ্নিমুখে, আশু পরিণতি উপেক্ষা করে।

ঐক্যমতের, সন্ধির, সমঝোতার, নতজানুতার আবন্ধের শৃঙ্খলে, বিচ্ছেদের সুরের অপ্রত্যাশিত অপরিণত সম্পর্কের অযাচিত স্খলনেও

ভাষার বলিষ্ঠ দেয়ালের উচ্চতা- একাকি ঠায় দাঁড়িয়ে রয় কৌশলী ‘লিখা’ কিংবা ‘বলা’র মারপ্যাঁচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here