Home Bangladesh মাইকে ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা

মাইকে ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা

68
0

হবিগঞ্জের হরষপুর রেলস্টেশনের ব্যবসায়ী ও বাসিন্দাদের ওপর মাইক দিয়ে ঘোষণা দিয়ে হামলা ও লুটতরাজের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মাধবপুরের হরষপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় ২০-৩০টি দোকান লুট হয়। আহত হন শতাধিক। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- স্থানীয় শিয়ালুরি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ ও সুলতানপুর গ্রামের বাসিন্দা জামাল মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বাসিন্দা। স্থানীয় হরষপুর মাদ্রাসার মসজিদের ইমাম নিয়োগের দ্বন্দ্বে তাদের পক্ষ হয়ে এলে একপর্যায়ে কয়েকশ দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় হরষপুর রেলস্টেশনের ব্যবসায়ীদের দোকানে হামলা চালায়।

স্থানীয় ধর্মনগর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল বলেন, বিজয়নগরের কতিপয় সন্ত্রাসী মাদ্রাসার অজুহাতে হরসপুর বাজারের অন্তত ৩০ থেকে ৪০ ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর ও লুট করেছে। অনেকে আহত হয়েছে। তারা নিরস্ত্র মানুষের ওপর হামলা করে নজিরবিহীন ঘটনা সৃষ্টি করেছে।

মাধবপুর থানার ওসি জাবেদ মাসুদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খবর পাওয়ামাত্রই আমরা সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতা চেয়েছিলাম। রেলওয়ে স্টেশনের ব্যারিয়ার পড়ে থাকার কারণে আমাদের ঘুরে আসতে কিছুটা দেরি হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here