Home Bangladesh ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে চাঁদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে চাঁদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

80
0
চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা

চোখে-মুখে লাল কাপড় বেঁধে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় প্রতিবাদ এবং বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এ প্রতিবাদ করেন।

বিক্ষোভের শুরুতে শিক্ষার্থীরা জেলা জজ আদালতের সম্মুখে প্রবেশ করতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয় এবং সরিয়ে সড়কের এক পাশে নিয়ে আসে। সেখানে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কয়েক শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘আমার খাও, আমার পরো, আমাকে গিয়ে গুলি করো’, ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন, জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা, মেধা…’ বলে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ গুলি করে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে। আর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে তাঁদের আন্দোলন করার জন্য বলা হয়েছে। তাঁরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করেন এবং জনগণের জানমালের ক্ষতি না করেন—এসব বিষয়ে বুঝিয়ে বলা হয়েছে।

গত ১৯ জুলাই চাঁদপুর, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে সহিংসতার ঘটনায় পুলিশের ৭টি মামলায় এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩০ জুলাই তাঁদের মধ্যে একজনকে এক দিনের রিমান্ড এবং ৫ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন চাঁদপুরের আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here