Home Melbourne BD মেলবোর্নের ডেরিমুটে দু’দিন ব্যাপী আয়োজিত হলো দুর্গাপূজা

মেলবোর্নের ডেরিমুটে দু’দিন ব্যাপী আয়োজিত হলো দুর্গাপূজা

233
0

বছর ঘুরে আবারও চলে এলো উৎসবের মাস। এ বছর অক্টোবর মাসেই মূলত উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। পাশাপাশি আয়োজন চলছে দীপাবলী উৎসব ও কালী পুজোরও।


গত ১৪ অক্টোবর শনিবারে ভিক্টোরিয়ার পশ্চিমে অবস্থিত ডেরিমুটের একটি স্পোর্টস কমপ্লেক্সে দুর্গাপূজার আয়োজন করেছিলো শ্রীশক্তি অ্যাসোসিয়েশন অব ভিক্টোরিয়া।

সংগঠনের জেনারেল সেক্রেটারি কৌশিক চক্রবর্তী এসবিএস বাংলাকে জানালেন, মূলত চারদিন ব্যাপী পূজার এই আয়োজনকে দু’ভাগে ভাগ করে সপ্তাহান্তের দু’দিনে উদযাপন করার প্রস্তুতি নিয়েছেন তারা।

সংগঠনের পাবলিক রিলেশান্স অফিসার সুমন্ত বললেন, কম্যুনিটির সবার কাছ থেকেই ব্যাপক সাড়া পেয়েছেন তারা। অনলাইনে পোস্ট করা RSVP খুব দ্রুতই অনেককে আকর্ষণ করেছে।

দুর্গাপূজার এই আয়োজনে বেশ বৈচিত্র্য এনেছে শ্রীশক্তি। যেমন, এবারের পুজোয় থিম হিসেবে তারা ব্যবহার করেছেন পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রকে।

কৌশিক চক্রবর্তী আরও বলেন, পুজোর প্রথমদিন সন্ধ্যায় তারা ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন রেখেছেন। এই আয়োজনটিও বেশ অভিনব বলে জানালেন তিনি।

পুজোয় আসা শিশু-কিশোরদের আনন্দ করতে দেখা যাচ্ছিল। তাদের কয়েকজনের সাথে কথা বলেছে এসবিএস বাংলা।

উৎসব উপভোগ করছে বলে জানালেন বড়রাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here