পশ্চিমবঙ্গে আর জি কর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মৌমিতা দেবনাথকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যাকাণ্ডের বিচার চেয়ে ভারতজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। দেশটির আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় চলছে প্রতিবাদ, তোলা হয়েছে বিচারের দাবি।
‘আওয়াজ তোলো নারী’র ব্যানারে গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। একই স্থানে শিক্ষার্থীরা রাত ১০টার দিকে শুরু হয় ‘রাত দখল করো নারী’ কর্মসূচি। এ ছাড়া মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।
প্রতিবাদ সমাবেশে ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রী ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন, মৌমিতাকে অত্যন্ত নৃশংসভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। প্রথমে তার ধর্ষণের খবরটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও পরবর্তীতে ময়নাতদন্তে দলবদ্ধ ধর্ষণের আলামত পাওয়া যায়। এমনভাবে গলা চেপে ধরা হয়েছে যে, তার চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে।
ওই ছাত্রী ভারতের ঘটনার বিচার চেয়ে বলেন, বাংলাদেশে এখন স্বৈরশাসন উৎখাত হয়েছে। নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আমরা আশা করব, দেশের নারীদের নিরাপত্তা সরকার নিশ্চিত করবে।
পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ-কার্জন হল হয়ে ঢাবি ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে সমাবেশ করে।
রাত দখল কর্মসূচি
মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে রাত ১০টার দিকে ‘রাত দখল’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মোমবাতি প্রজ্বালন করে এ কর্মসূচি শুরু হয়। এরপর মশাল মিছিল বের হয়। মিছিলটি ঢাবির ভিসি চত্বর হয়ে ফের রাজু ভাস্কর্যে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় সেখানে প্রতিবাদী গান, কবিতা ও বিভিন্ন স্লোগানে ওই এলাকা প্রকম্পিত হয়।
মোমবাতি প্রজ্বালন কর্মসূচি
রাজপথে নেমে আসা ভারতীয়দের প্রতি সংহতি জানিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মোমবাতি প্রজ্বালন ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারজানা রিমু বলেন, নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে কলকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। তাদের সঙ্গে সংহতি জানিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। তিনি সবক্ষেত্রে নারীর নিরাপত্তার দাবি জানান। একইসঙ্গে মৌমিতা হত্যার দ্রুত বিচারের দাবি জানান।
সংহতি সমাবেশে জাবির ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, আমাদের আজকের এ কর্মসূচির উদ্দেশ সবার কাছে একটি বার্তা পৌঁছানো। সেটি হলো—আমরা যে নতুন সমাজের স্বপ্ন দেখছি, তা হবে অন্যায়-অবিচার মুক্ত। কলকাতায় যে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটেছে তা খুবই ন্যক্কারজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অসৎ ও দুষ্কৃতকারী মানুষেরা ক্ষমতায় থাকার কারণে বারবার এ ধরনের অপরাধীরা শাস্তি থেকে বেঁচে যায়। আমরা সবার কাছে এ বার্তা পৌঁছতে চাই যে, আমাদের নতুন সমাজে এ ধরনের অন্যায় অনাচার ঘটলে আমরা সবাই মিলে প্রতিবাদ ও শাস্তি নিশ্চিত করব।