Home International রাতারাতি বেড়ে গেল কাঁচামরিচের দাম

রাতারাতি বেড়ে গেল কাঁচামরিচের দাম

87
0

দিনাজপুরের ফুলবাড়ীতে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। শনিবার (২৭ জুলাই) প্রতি কেজি ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে কাঁচামরিচ। অথচ একদিন আগে শুক্রবার (২৬ জুলাই) কাঁচামরিচ বিক্রি হয়েছে প্রতিকেজি ১৩০ টাকায়।

শনিবার সকালে ফুলবাড়ী পৌর এলাকার পাইকারি সবজি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় এবং স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচা মরিচের আমদানি স্বাভাবিক থাকার পরও দাম কেজি প্রতি ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় খুচরা সবজি বিক্রেতারা বলেন, সব ধরনের সবজির দাম বিশেষ করে এই মুহূর্তে কাঁচা মরিচের দাম সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা। তারা যেভাবে দাম নির্ধারণ করেন, খুচরা ব্যবসায়ীরা সেভাবেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন। প্রত্যেক পাইকারি ব্যবসায়ীর ঘরে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ মজুত থাকার পরও আমদানি কম হওয়ার অজুহাত দেখিয়ে প্রতি কেজিতে ৫০ টাকা বাড়িয়ে বিক্রি করছেন। অথচ একদিন আগে শুক্রবার কাঁচামরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৩০ টাকায়।

সবজি কিনতে আসা রনি কুমার বলেন, একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ১৩০ টাকা কেজিতে কিনতে পারলেও আজ কেজিতে ৫০ টাকা বেড়ে ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

স্থানীয় হোটেল ব্যবসায়ী খোকন পাল ও রাজু কুমার জানান, তাদের হোটেলে প্রতিদিন এক থেকে দেড় কেজি কাঁচামরিচের প্রয়োজন হয়। একদিনের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে যাওয়ায় প্রয়োজনের চেয়ে কম পরিমাণে মরিচ কিনেছেন তারা।

খুচরা সবজি বিক্রেতা হারুন উর রশীদ ও শাহ আলম বলেন, পাইকারি বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও প্রতি কেজিতে ৫০ টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কী কারণে দাম বেড়েছে সেটা স্থানীয় পাইকারি ব্যবসায়ীরাই ভালো বলতে পারবেন।

পাইকারী ব্যবসায়ী আমজাদ হোসেন ও কালুকান্ত দত্ত বলেন, বাজারে কাঁচামরিচের আমদানি কমে যাওয়ায় দাম একটু বেড়েছে। এজন্য খুচরা বাজারেও দাম বেড়েছে। আমদানি বৃদ্ধি পেলে খুচরা বাজারেও দাম কমে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্‌ তমাল বলেন, সবজি বাজারে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রাখা হয়েছে। এরপরও কেউ কোনো পণ্যের দাম বাড়িয়ে অধিক মুনাফার চেষ্টা করলে তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।রাতারাতি বেড়ে গেল কাঁচামরিচের দাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here