Home Bangladesh রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, ৩ বোমা উদ্ধার

রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, ৩ বোমা উদ্ধার

97
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা ভাড়া ভবনে অভিযান চালিয়েছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এ সময় ভবনের একটি ফ্লাট ৩টি বোমা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ভবনটি থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিযানের নেতৃত্ব দেওয়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার সানোয়ার হোসেন বলেন, সকাল থেকে এখন পর্যন্ত এ ভবনটিতে অভিযান পরিচালনা করে ৩টি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো যাবে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বরপা এলাকায় চারতলা বিশিষ্ট বাড়িটি ঘিরে রাখে এটিইউ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গি সন্দেহে অভিযান চালানো ওই ভবনের মালিক সৌদিপ্রবাসী জাকির মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ জুলাই) রাতে এক নারী জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে এটিইউর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা ভবনটি ঘেরাও করে অভিযান পরিচালনা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here