রোমানিয়ায় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের দূতাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। খবর বার্তা সংস্থা এপির।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ জুন) রোমানিয়ার রাজধানীতে ইসরায়েলি দূতাবাসের প্রবেশপথে ‘মলোটভ ককটেল’ দিয়ে হামলা চালানোর অভিযোগে একজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুখারেস্ট পুলিশ বলছে, ঘটনাস্থলে পৌঁছানোর আগে একজন ৩৪ বছর বয়সী ব্যক্তিকে রোমানিয়ান ইন্টেলিজেন্স সার্ভিসের সদস্যরা গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন ওই ব্যক্তি হামলার পর নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল।
স্থানীয় নিউজ চ্যানেল ডিজি২৪ এর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি সিরিয়ার নাগরিক হিসেবে ধারণা করা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তি ব্যক্তিগত অভিযোগের দ্বারা অনুপ্রাণিত হয়েই এ হামলা করেছে। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে দূতাবাসে হামলা করেননি।
ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে এ হামলার ঘটনাটি নিশ্চিত করেছে। তারা বলছে, দূতাবাসের নিরাপত্তা কর্মীরা সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে গেলে সে একটি ‘মোলোটভ ককটেল’ বের করে। এরপর তাতে আগুন জ্বালিয়ে বিল্ডিংয়ের লবির প্রবেশদ্বারের দরজার দিকে ছুড়ে ফেলে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোমানিয়ায় ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীরা কোনো সীমানা জানে না। সন্দেহভাজন ওই ব্যক্তিকে রোমানিয়ান পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।