Home International লেবাননের যোদ্ধাদের কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর

লেবাননের যোদ্ধাদের কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর

82
0

ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ রকেট হামলা হয়েছে। এ হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে অভিযুক্ত করে গোষ্ঠীটিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২৮ জুলাই) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোলান মালভূমিতে হামলার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে। গোলানের একটি ফুটবল মাঠে চালানো এ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে অভিযুক্ত করছে ইসরায়েল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

ইসরায়েলের জরুরি পরিষেবা ও সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিহতদের ১১ জনই কিশোর ও তরুণ বয়সের।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতি বলা হয়েছে, স্থানীয় সম্প্রদায়ের নেতাকে এ হত্যাকাণ্ডের জবাব দেওয়ার কথা জানান। বলেন, হিজবুল্লাহকে এ জন্য চরম মূল্য দিতে হবে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, হিজবুল্লাহ ই গোলানে হামলা চালিয়েছে। আমাদের কাছে এ ব্যাপারে নির্ভুল তথ্য রয়েছে। আমরা কোনোভাবে চুপ থাকবো না। হিজবুল্লাহকে এর কঠোর জবাব দেব।

নেতানিয়াহুর এ অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ। তিনি বলেন, মিথ্যা অভিযোগ তুলেছে ইসরায়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here