ব্রাহ্মণবাড়িয়া ও বরিশালে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
অপরদিকে, বরিশাল থেকে ছেড়ে যাওয়া যমুনা লাইন পরিবহনের বাসের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন।
বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে-
ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে। নিহত মহিবুল ইসলাম চঞ্চল (৩৮) জেলা শহরের মধ্যপাড়ার মৃত স্বপন মিয়ার ছেলে ও শাহীন চৌধুরী (৪৮) পৌর এলাকার নয়নপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বাসুদেব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব মিয়া জানান, কোড্ডা গ্রামের সড়কটিতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে স্থানীয় লোকজন এসে দেখেন মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলে পড়ে আছেন। ঘটনাস্থলেই তারা মারা গেছেন।
বরিশাল : গৌরনদী উপজেলার বেজহার নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের বাসের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী সুমি আক্তার (৩০) ও তাদের ছেলে আজমাইন (৪)।
উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, দুর্ঘটনায় থ্রি-হুইলারটি সামনের দিক থেকে দুমড়ে-মুচড়ে যায়। আরও ৬-৭ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। মা-ছেলের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উদ্ধারকারীরা জানান, দুপুর দেড়টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসটি বেজহার বাসস্ট্যান্ড অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক দিয়ে বরিশালের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি থ্রি-হুইলার। চলন্ত অবস্থায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে আটক রাখা হয়েছে। আহত ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে।