Home Bangladesh সম্পত্তির জন্য মাকে বন্দি করে নির্যাতন, উদ্ধার করল সেনাবাহিনী

সম্পত্তির জন্য মাকে বন্দি করে নির্যাতন, উদ্ধার করল সেনাবাহিনী

68
0

সম্পত্তির লোভ মানুষকে কতটা নামিয়ে আনতে পারে তার নজির স্থাপন করেছেন এক বৃদ্ধার ১২ সন্তান। সম্পত্তির জন্য মাকে তিন মাস ধরে তালাবদ্ধ ঘরে বন্দি রেখেছিল তার সন্তানরা। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের গোর্কণঘাট এলাকায়।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে তাকে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের গোর্কণঘাট এলাকার প্রয়াত মো. আবদু মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৭০)। তার ৯ ছেলে ও তিন মেয়ে রয়েছে। তবে সম্পত্তির জন্য তার সন্তানরা নানা ফন্দি করতে থাকে। একপর্যায়ে ৯ ছেলে ও তিন মেয়ে মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য এ কাণ্ড করেন। শুধু বন্দিই নয় বিভিন্ন সময় বৃদ্ধা মাকে মারধরও করত এই সন্তানরা।

শুক্রবার গোপনের সংবাদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল জেলা শহরের গোর্কণঘাট এলাকায় বৃদ্ধা জাহানারা বেগমকে উদ্ধার করে। এ সময় তার ৮ সন্তানকে আটক করে নিয়ে আসে। আটকের সময় সন্তানরা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক আহামেদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার জানান, সম্পত্তির জন্য তাদের মাকে তিন মাস ঘরবন্দি করে রাখে। পাশাপাশি তাদের মাকে মারধর, নিয়মিত খাবার না দেওয়া, বস্তায় ভরে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারা তাদের ভুল বুঝতে পারায় স্থানীয় কাউন্সিলের মাধ্যমে মায়ের কথামতো তাদের ছেড়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here