Home Bangladesh সরকারের সঙ্গে সমন্বয় করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

সরকারের সঙ্গে সমন্বয় করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

65
0

দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটি লিয়াজোঁ কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যেটি অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শদান এবং সরকার, অংশীজন ও ছাত্রজনতার সঙ্গে সমন্বয় করবে। এই কমিটির পরামর্শেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, বর্তমানে এ কমিটিতে ছয়জন রয়েছেন। আগামীতে এটি বর্ধিত হবে এবং এর কার্যক্রমের পরিধিও বাড়ানো হবে।

কমিটির ছয় সদস্য হলেন- সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহ, সদস্য নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ), আকরাম হুসাইন, ভূঁইয়া আসাদুজ্জামান, মামুন আব্দুল্লাহ, আরিফুল ইসলাম আদীব।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর আমরা সরকারের রূপরেখা দিয়েছিলাম। আমরা রূপরেখা প্রস্তুত করে ড. ইউনূসের কাছে উপস্থাপন করেছিলাম এবং তিনি সেটিকে স্বাগত জানিয়েছেন। ড. ইউনূস আজ দেশে ফিরেছেন, আজকে রাতেই শপথ অনুষ্ঠিত হবে। আমরা এই কাজটির জন্য গত ৫ আগস্ট একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছিলাম। মূলত এই কমিটিই কাজটি করেছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রণয়ন ও অংশীজন নির্ধারণের জন্য মাহফুজ আলমকে প্রধান করে কমিটি গঠিত হয়। লিয়াজোঁ কমিটির সদস্য অংশীজন, রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের সঙ্গে কথা বলে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট হন। এ ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে কিছু অংশীজনের নাম প্রস্তাব করেন। ৬ তারিখ লিয়াজোঁ কমিটির দুজন সদস্য মাহফুজ আলম (মাহফুজ আব্দুল্লাহ) ও নাসির আব্দুল্লাহ (নাসির উদ্দিন পাটোয়ারী) বঙ্গভবনে ছাত্র-শিক্ষক প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন। তারা বিভিন্নভাবে সমন্বয় করেছেন।

তিনি আরও বলেন, এই লিয়াজোঁ কমিটি সরকার গঠনের পর রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে কাজ করে যাবে। এই কমিটি সকল অংশীজনের সঙ্গে সংলাপ ও আলোচনা করবে। এই কমিটি সরকারের বিভিন্ন কাজের জবাবদিহিতা নিশ্চিতের ব্যাপারেও কাজ করবে। লিয়াজোঁ কমিটির পরিধি পরবর্তীতে সুবিধামতো বৃদ্ধি করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাসির আব্দুল্লাহ, আকরাম হুসাইন, আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here