দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রোববার (২৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী ১৪৭ জন নিহতের তথ্য জানিয়েছিলেন। আজ সেটা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে বলে মন্ত্রিসভায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দির-গির্জা-প্যাগোডায় প্রার্থনা করা হবে।