Home Bangladesh সাবেক এমপি মোশাররফ বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক

সাবেক এমপি মোশাররফ বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক

62
0

সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনকে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (০৩ আগস্ট) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি, বগুড়া জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবেক এমপি মোশাররফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে শিক্ষার্থীরা বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেন। ওইদিন বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনার ছয় দিনের মাথায় ২২ জুলাই দুপুরে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলায় জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়।

মামলার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে গ্রেপ্তার করা হয়। পর দিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত গত বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন। সেই অনুযায়ী বুধবার রিমান্ড আবেদন শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here