Home Bangladesh সিএমএম আদালতে আন্দোলনকারীদের হামলা

সিএমএম আদালতে আন্দোলনকারীদের হামলা

69
0

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ( সিএমএম) হামলা চালিয়েছে আন্দোলনকারীরা । এ সময় তারা গেট ভেঙে আদালতের ভেতরে প্রবেশ করেন।

রোববার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে।

জানা গেছে, ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা সিএমএম কোর্টের সামনে অবস্থান নিয়েছে। পরে আন্দোলনকারীরা রায় সাহেব বাজার মোড় ও তাতীবাজারের দিকে পিছু হটে।

এর আগে বেলা ১১টার দিকে ফটক ভাঙার চেষ্টা করার পর আন্দোলনকার মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা লাগিয়ে আটকিয়ে দেওয়া হয়। এ সময় আইনজীবী ও বিচার প্রার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেননি কেউ। ফলে তারা ফটকের বাইরে অপেক্ষা করতে থাকেন।

এদিকে সরকার পতনের দাবিতে বিএনপি পন্থী আইনজীবীরা ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ মিছিল করছে। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টার পর তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ পালনের পর তারা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির দিকে চলে যান।

এরও আগে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here