Home International সৌদিতে ধূলিঝড়ে ১৩ গাড়ির সংঘর্ষ, নিহত ৪

সৌদিতে ধূলিঝড়ে ১৩ গাড়ির সংঘর্ষ, নিহত ৪

77
0

সৌদি আরবে ধূলিঝড়ের মধ্যে ১৩ গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

শনিবার (২৭ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের আল রায়ান ও আসির প্রদেশের বিসাকে সংযুক্তকারী একটি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

রিয়াদের সড়ক নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ধূলিঝড়ের কারণে আল রায়ান সড়কে ১৩টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে চারজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের হাত পা ভেঙে গেছে এবং রক্তপাত হয়েছে। এছাড়া বাকিরা অল্প আঘাত পেয়েছেন।

গালফ নিউজ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের রেড ক্রিসেন্টের মাধ্যমে আল রায়ান জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এরমধ্যে সাতজনকে এখনও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া চারজনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। আর আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here