Home Gadgets স্বচ্ছ ব্যাক প্যানেল থাকলেও নাথিং ফোন ২এ মডেলে হতে পারে এই বড়...

স্বচ্ছ ব্যাক প্যানেল থাকলেও নাথিং ফোন ২এ মডেলে হতে পারে এই বড় পরিবর্তন ! কী সুবিধা নাও থাকতে পারে?

178
0

Nothing Phone 2a: নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি সম্প্রতি জানিয়েছেন যে নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) ভারতে প্রবেশ করতে আর বেশিদিন দেরি নেই। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ডিজাইন (Expected Design) অনলাইনে ফাঁস হয়েছে। আর সেখানেই দেখা গিয়েছে চমক। কারণ নাথিং ফোন ১ (Nothing Phone 1) কিংবা নাথিং ফোন ২ (Nothing Phone 2) – এর মতো নাথিং ফোন ২এ ফোনে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ রেয়ার প্যানেল থাকলেও, সেখানে Glyph Interface থাকবে না। অর্থাৎ আগের দুই মডেলের মতো এই ফোনে কোনও ফোন কিংবা অ্যালার্ট বা নোটিফিকেশন এলে ফোনের ব্যাক প্যানেলে এলইডি লাইট জ্বলবে না, ইউজার সতর্ক হতে পারবেন না। তবে এই Glyph Interface যে নাথিং ফোন ২এ মডেলে থাকবে না তা কিন্তু নিশ্চিত নয়। কারণ সংস্থার তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে রেয়ার প্যানেলে শুধু সাদা রঙের ফিনিশ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কোনও Glyph Interface- এর ফিচার দেখা যায়নি। তাই অনুমান করা হচ্ছে নাথিং ফোন ২এ মডেলের রেয়ার প্যানেল শুধুই ট্রান্সপারেন্ট হতে পারে। 

নাথিং ফোন ২এ মডেলের  সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশন

নাথিং ফোন ২এ মডেলে ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে দুটো ক্যামেরা লেন্স সাজানো থাকবে লম্বালম্বি ভাবে। নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২- এর মতো ক্যামেরা থাকবে না নাথিং ফোন ২এ মডেলে। ফেব্রুয়ারি মাসের শেষদিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ফোন লঞ্চ হতে পারে। মাঝারি রেঞ্জের এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। 

গত কয়েক সপ্তাহ ধরে নাথিং ফোন ২এ সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে

  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে। কালো এবং সাদা রঙে নাথিং ফোন ২এ লঞ্চ হতে পারে। 
  • এছাড়াও থাকতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 
  • নাথিং ফোন ২এ মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে।
  • এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের Samsung GN9 সেনসর থাকতে পারে। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের JN1 ক্যামেরা থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here