Home International স্মৃতিশক্তি হারিয়ে মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি ,পরিবারের অনুসন্ধান চাই

স্মৃতিশক্তি হারিয়ে মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি ,পরিবারের অনুসন্ধান চাই

53
0

উন্নত জীবনযাত্রার আশায় বিদেশে পাড়ি জমান লাখো বাংলাদেশি। এদের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন সময় দুর্ঘটনায় কেউ মারা যান, আবার কারো অঙ্গহানি ঘটে, কেউ আবার স্ট্রোক করে হারিয়ে ফেলেন স্মৃতিশক্তি। তেমনি এক ঘটনা ঘটেছে মালয়েশিয়াতে।

এমন এক প্রবাসী গত বছর নভেম্বরে মালয়েশিয়ার জোহর বারু প্রদেশের রাস্তার পাশে স্ট্রোক করলে একটি হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন । চলতি বছরের জানুয়ারিতে জোহর বারু প্রদেশের ট্যাংকাত হাসপাতালে স্থানান্তর করেন । কর্তব্যরত ডাক্তার বলেন, আগে সে কিছু বলতে পারত না চলা ফেরা করতে পারত না। বর্তমানে সে নিজে নিজে চলাফেরা করতে পারে কিন্তু সে তার নাম, ঠিকানা, মোবাইল, পাসপোর্টসহ সবকিছু ভুলে গেছে। নিজের নাম ঠিকানা এমন কি সে নিজের পরিবার সম্পর্কে কিছুই বলতে পারছে না।

এমন পরিস্থিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোরশেদ আলম সরোজমিনে হাসপাতালে দেখতে যান।

কাউন্সিলর মোরশেদ আলম কালবেলাকে বলেন, সে কোনো কিছু মনে করে কিছুই বলতে পারছে না। সে আসলে বাংলাদেশি কিনা তার কোনো পরিচয় যেমন পাসপোর্ট খুঁজে পাওয়া যায়নি। আমি অনেকরকমভাবে তাকে কিছু জানার চেষ্টা করি কিন্তু সে কিছু প্রকাশ করে না। এমন সময় আমি মোবাইলের মাধ্যমে বাংলাদেশের জাতীয়সংগীত তাকে শুনাই। সে এই জাতীয়সংগীত শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে কিছু বলার চেষ্টা করে। এ থেকে ধারণার করা হচ্ছে সে বাংলাদেশি। আমরা চেষ্টা করব তার পরিবার খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে পৌঁছায় দেওয়ার।

এই অবস্থায় তার ছবি দেখে কেউ যদি তার পরিবারের সন্ধান দিতে পারেন তাহলে দূতাবাসে যোগযোগ করতে অনুরোধ করা হচ্ছে। অথবা +৬০১৬৫৪২২৫৯০ এই নম্বরে হোয়াটসঅ্যাপ এ যোগযোগ করে অনুরোধ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here