Home Bangladesh হরিণের মাংস চামড়া ফাঁদ কীটনাশক ও নৌকা জব্দ

হরিণের মাংস চামড়া ফাঁদ কীটনাশক ও নৌকা জব্দ

88
0

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে হরিণের ফাঁদ, কীটনাশক ও নিষিদ্ধ জালসহ তিনটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

সোমবার( ১৫ জুলাই) সকালে সুন্দরবন সংলগ্ন খালে তল্লাশি করা হয়। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে বনে প্রবেশকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তিনটি নৌকা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওই নৌকাগুলোতে হরিণ ধরার ফাঁদ, ১০ বোতল কীটনাশক ও নিষিদ্ধ টোনাজাল পাওয়া যায়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, নিষিদ্ধ সময়ে চুরি করে মাছ আহরণ ও হরিণ শিকার করতে বনে প্রবেশ করে এক দল দুর্বৃত্ত। পরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই অফিসের এসও আনিসুর রহমানকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

বনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্রজনন মৌশুম হওয়ায় পয়েলা জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে প্রবেশ, মাছ আহরণ ও পর্যটক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু একদল দুর্বৃত্ত বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে বনে প্রবেশ করে। খবর পেয়ে অভিযান চালিয়ে কীটনাশক,হরিণ শিকারের ফাঁদ ও জালসহ নৌকা তিনটি জব্দ করা হয়। জব্দ হওয়া মালামাল বন বিভাগের কব্জায় রেখে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে মামলা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here